insta logo
Loading ...

ঢেলে সাজছে বাসস্ট্যান্ড,টোটো প্রবেশে নিষেধাজ্ঞা

ঢেলে সাজছে বাসস্ট্যান্ড,টোটো প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

বাসস্ট্যান্ডকে ঢেলে সাজানোর কাজে টোটো প্রবেশ নিষিদ্ধ হলো স্ট্যান্ডে। পুরুলিয়া পুলিশ প্রশাসনের আদেশ অনুসারে পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ডে টোটো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। ফলে সমস্ত টোটো বাসস্ট্যান্ডের বাইরে থেকে যাত্রী ওঠা নামা করছে। বাসস্ট্যান্ডকে নতুনভাবে সাজানোর কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণেই পুরুলিয়া জেলা পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বাসস্ট্যান্ডের মুখে টোটো যাত্রী ওঠা নামা করায় যানজট হচ্ছে। সেই যানজট দূর করতে তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “বাসস্ট্যান্ডকে নতুন রূপে সাজানোর কাজ চলছে। সেই কারণেই বাসস্ট্যান্ডে টোটো প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।”

স্ট্যান্ডের প্রবেশ পথে পুরুলিয়া পুলিশ প্রশাসনের আদেশ অনুসারে ব্যানার টাঙিয়ে টোটো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে বাসস্ট্যান্ডের মুখে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। যাতে কোনভাবেই বিধি ভেঙে টোটো বাসস্ট্যান্ডে প্রবেশ করতে না পারে।

পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৯২৭ টাকায় বাসস্ট্যান্ডের ভেতরের রাস্তা ও আরসিসি প্ল্যাটফর্ম হবে। রাজ্য পরিবহন দপ্তরের এই অর্থে বাসস্ট্যান্ডকে ঢেলে সাজানো হচ্ছে। টোটো বাসস্ট্যান্ডে ঢুকলে সংস্কারের কাজে সমস্যা হতো। এই অবস্থায় বিভিন্ন বাসও স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে না। যে বাস গুলো নির্দিষ্ট সময়ে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ার জন্য স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো সেই বাস গুলি এখন রাঁচি রোডে দাঁড়িয়ে থাকছে। বাস স্ট্যান্ডের অর্ধেক অংশে কাজ হচ্ছে। সেই অর্ধেক অংশেই বাস যাওয়া-আসা করছে।

শহর পুরুলিয়ায় টোটো নিয়ে নানান অভিযোগ রয়েছে। বহু টোটো বে-আইনিভাবে চলছে বলে অভিযোগ। এই কারণেই পুরুলিয়া পুরসভা বিজ্ঞপ্তি জারি করে নতুন করে পুরসভা অনুমোদন পত্র নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুমোদনপত্রে বিভিন্ন নথিপত্র জমা করার কথা বলা হয়েছে। এই পুর শহর এলাকায় টোটো চলাচলের জন্য ২০২২ সালে ১৭৩০ টি অনুমোদন পত্র দেওয়া হয়। কিন্তু সেই সংখ্যাটা ব্যাপক হারে ছাপিয়ে গিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় বিধি অনুযায়ী তাদের নথিপত্র নেই। তাছাড়া গ্রামীন এলাকা টোটো শহরে ঢুকে পড়ছে। পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর শহরে টোটো কোন পথে চলবে তার ভাড়া কত হবে তা নির্ধারণ করার বিধি রয়েছে পুরসভার। অনুমোদন পত্র দেওয়া হয়ে গেলে সেই তালিকা পুরুলিয়া পুরসভা আঞ্চলিক পরিবহন দপ্তরের কাছে জমা করবে। এই শহরে বেআইনিভাবে টোটো চলাচল করার জন্যই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। তাই টোটোর বেনিয়মে সম্পূর্ণভাবে রাশ টানতে চাইছে পুরুলিয়া পুরসভা।

Post Comment