insta logo
Loading ...

পুরুলিয়ায় নিউ লুকে বাসস্ট্যান্ড, ১ কোটি প্লাস বরাদ্দ

পুরুলিয়ায় নিউ লুকে বাসস্ট্যান্ড, ১ কোটি প্লাস বরাদ্দ

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:

আবার ভোল পাল্টাতে চলেছে পুরুলিয়া বাসস্ট্যান্ড। পরিবহন দপ্তর বরাদ্দ করেছে ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা। নারকেল ফাটিয়ে সোমবার শুরু হলো কাজ। আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করেন পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি। লক্ষ্য তিন মাসের মধ্যে এই কাজ শেষ করা। তৈরি হবে রাস্তা, হবে আর সি সি প্লাটফর্ম। অর্থ বরাদ্দ করেছে পরিবহন দপ্তর। কিন্তু কারিগরি রূপায়ণ করছে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট।
সূচনা অনুষ্ঠানে পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার, মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, আরটিও, জেলা প্রশাসনের প্রতিনিধি ও বাস ওনার্স অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ইউনিয়নের সদস্যরা।
পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “জেলার সদর শহরের মানুষের বহুদিনের দাবি অবশেষে পূরণ হলো। আনুষ্ঠানিকভাবে বাসস্ট্যান্ডকে ঢেলে সাজানোর কাজ আমরা শুরু করলাম। “
বেশ কয়েকবার পুরুলিয়া বাসস্ট্যান্ডকে শহরের বাইরে সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। যাতে এই শহরকে যানজট থেকে রেহাই দেওয়া যায় তার জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের পরিকল্পনা ছিল বাসস্ট্যান্ডকে শহর থেকে খানিকটা দূরে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু বাস ওনার্স অ্যাসোসিয়েশন তাতে আপত্তি জানায়। সেই আপত্তিতে শিলমোহর দিয়ে বাসস্ট্যান্ড স্থানান্তরের সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসে প্রশাসন।
পুরুলিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের অবস্থা অত্যন্ত বেহাল। স্থানে স্থানে হয়ে আছে গর্ত। সামান্য বৃষ্টিতে জল জমে পরিস্থিতি হয়ে যায় একেবারে নরক। কিছুদিন আগে পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পুরুলিয়া এসেছিলেন। এই ভয়ানক পরিস্থিতির কথা তাকে জানানো হয়। পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গেছে, নতুন বাসস্ট্যান্ড সাজাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল ব্যবহার করা হবে। পরিকল্পনা রয়েছে এখানে তিন তলা বাসস্ট্যান্ড নির্মাণ। যেখানে থাকবে পার্কিং থেকে শুরু করে যাত্রী নিবাস, মার্কেট কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স সহ আধুনিক নানান সুযোগ সুবিধা। এখন বাসস্ট্যান্ডের জমি জেলা প্রশাসনের নামে নথিবদ্ধ। কিন্তু বাসস্ট্যান্ডের দেখভালের দায়িত্ব পুরুলিয়া পুরসভার। ফলে যতদিন না জমি হস্তান্তরিত হচ্ছে ততদিন অপেক্ষা করতে হবে।

Post Comment