নিজস্ব প্রতিনিধি , ঝালদা
মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার ঘটনাটি ঘটেছে ঝালদা থানার উদয়শিরু গ্রামের ঝালদা-বাঘমুন্ডি জাতীয় সড়কের ওপর।
পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম কোকিলা মাহাতো (৬০)। তার বাড়ি বাঘমুন্ডির বুড়দাতে। এদিন ওই বৃদ্ধা তার বাপের বাড়ি উদয়শিরু গ্রাম থেকে বাঘমুন্ডি থানার বুড়দা গ্রামে শ্বশুর বাড়ি যেতেন। সেই কারণেই উদয়শিরু বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় ঝালদার দিক থেকে আসা একটি সরকারি বাসকে দাঁড় করানোর চেষ্টা করেন। গতি বেশি থাকায় ওই বাসের সামনের চাকায় বৃদ্ধা পিষ্ট হয়ে যান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। তড়িঘড়ি আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঝালদা ১ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার ছেলে দুবরাজ মাহাতো ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ঘাতক বাস ও চালককে আটক করেছে ঝালদা থানার পুলিশ।











Post Comment