নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাড়ি ফাঁকা পেয়ে বাড়ি ফাঁকা করল দুস্কৃতীরা। পুরুলিয়া শহরে ঘটল এমন চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে দেশবন্ধু রোডের বাসিন্দা রঞ্জিত কুমার মিশ্র সস্ত্রীক বাড়িতে তালা দিয়ে পুজো করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তিন ঘন্টা পর বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। আর আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকা চুরি গিয়েছে। সিসি ক্যামেরায় দুজন দুষ্কৃতীর ছবিও ধরা পড়েছে। সেই ফুটেজ তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment