insta logo
Loading ...
×

কাড়া লড়াই, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মাতোয়ারা মণিপুর

কাড়া লড়াই, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মাতোয়ারা মণিপুর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ঝরেছে রক্ত, ঘটেছে মৃত্যু। ভয়াবহ লড়াই রুখতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুরুলিয়ার মফস্বল থানার মণিপুর গ্রামে বিরাট আকারে কাড়া লড়াই অনুষ্ঠিত হয়েছে। হাজার—হাজার দর্শক উপস্থিত। পুলিশের ঘোষিত ব্যানকে সম্পূর্ণ উপেক্ষা করে আয়ােজকরা অনুষ্ঠানটি সম্পন্ন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মালিকরা তাদের কাড়া নিয়ে ময়দানে উপস্থিত হন এবং সেখানেই লড়াই পরিচালিত হয়। কয়েক ঘন্টার মেয়াদে দর্শক তীব্র উৎসাহ নিয়ে ময়দানে ভিড় করেন।

প্রশ্ন উঠেছে—কীভাবে, এবং কার অনুমতিতে এই ধরনের অনুষ্ঠান করা হল যেখানে পরিষ্কারভাবে প্রাণী কল্যাণ আইনের প্রাসঙ্গিক ধারা অনুযায়ী পশু নির্যাতন ও অবমাননাকর খেলা পরিবেশন নিষিদ্ধ। প্রাণীসংরক্ষণকারীরা বলছেন, এই ধরনের আয়োজন আইন ও নৈতিকতার উভয়েরই বিরুদ্ধে যায়।

Post Comment