insta logo
Loading ...
×

কাড়া লড়াই ফের রক্ত ঝরালো পুরুলিয়ায়

কাড়া লড়াই ফের রক্ত ঝরালো পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি : জয়পুর : আইনের খাতায় নিষিদ্ধ কাড়া লড়াই ফের রক্ত ঝরালো পুরুলিয়ায়। জখম হলেন তিন জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম গোকুল মাহাতো। বাড়ি জয়পুর থানার বালিয়াগোড়া গ্রামে। তিনি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জয়পুর থানার রাঙ্গুনিটাঁড় গ্রামে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত হয় কাড়া লড়াই। মানভূমের এই ঐতিহ্যবাহী লোকায়ত সংস্কৃতির অঙ্গ কাড়া লড়াই এর আগে প্রাণও কেড়েছে। আইন প্রয়োগ করে কাড়া লড়াই প্রশাসন নিষিদ্ধ করলেও বন্ধ হয়নি কাড়া লড়াই। পুরুলিয়া জেলার জয়পুর থানার রাঙ্গুনিটাঁড় গ্রামের কাড়া লড়াই সম্বন্ধে কোন তথ্যই প্রশাসনকে দেওয়া হয়নি। আজ রবিবার দুপুরে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। কাড়া লড়াই দেখতে গিয়ে কাড়ার আক্রমণে জখম হলেন তিনজন। দুজনকে ভর্তি করা হয়েছে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো।

Post Comment