insta logo
Loading ...
×

নৃ*শংস খু*ন বলরামপুরে, যুবকের হাতে নি*হত বৃদ্ধ দম্পতি, ধৃত অভিযুক্ত

নৃ*শংস খু*ন বলরামপুরে, যুবকের হাতে নি*হত বৃদ্ধ দম্পতি, ধৃত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

দিনের আলোয় এক যুবকের লাঠির আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে,শুক্রবার সকালে বলরামপুরের হাড়াত গ্রামে। ভয়াবহ ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে গোটা এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রামের যুবক ঘটক সিং সর্দার হঠাৎই লাঠি হাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা হাঁড়িরাম সিং সর্দার (৬৩) এবং তার স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দার (৫৫)-এর ওপর এলোপাথাড়িভাবে হামলা চালায়। দম্পতি গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরই অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় বাবা-মাকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান দম্পতির ছেলে। সঙ্গে সঙ্গে তিনি বলরামপুর থানায় খবর দিলে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। গুরুতর আহত দুইজনকে দ্রুত বাঁশগড় হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক হাঁড়িরাম সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রীকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানেও শেষরক্ষা হল না। চিকিৎসকেরা তাকেও মৃত বলে ঘোষণা করেন।

হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তবে জানা গিয়েছে আগেও ওই যুবক কয়েকবার এই পরিবারের সদস্যদের মারধর করেছিল। আজকে টিউবওয়েলে জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। পুলিশি পাহারায় অপরাধস্থলটি ঘিরে রাখা হয়েছে।

মৃত দম্পতির ছেলে মঙ্গল সিং সর্দারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

Post Comment