নিজস্ব প্রতিনিধি, হুড়া :
জমি সংক্রান্ত বিবাদ। আর তারই জেরে বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তিকে পেটালো এক যুবক। এমনই
অভিযোগ উঠল সেই যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। ধৃতের নাম রাহুল মণ্ডল। সে হুড়া থানার ভাগাবাঁধ গ্রামের বাসিন্দা। এই গ্রামেরই তাপস মণ্ডল পুলিশকে জানিয়েছেন, শনিবার দুপুরে গ্রামের রাস্তার মধ্যে তার কাকু ধনঞ্জয় মণ্ডলকে অভিযুক্ত রাহুল লাঠি দিয়ে বেদম মারধর করে। এর ফলে বিশেষ চাহিদা সম্পন্ন ওই ব্যক্তি জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এলেও রবিবার আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসক তাঁকে রেফার করেন।
ইতিমধ্যে রবিবার রাতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত যুবক রাহুল মন্ডলকে। সোমবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment