নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
ভাইকে খুনের চেষ্টার অভিযোগে উঠল দাদার বিরুদ্ধে। পুজোর ঘণ্টা দিয়ে ভাইয়ের উপর হামলা চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুরে।
ভ্রাতৃবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাসুরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম প্রবীর কর। তার বাড়ি রঘুনাথপুর পুরশহরে ৮ নম্বর ওয়ার্ডের মিশন রোড এলাকায়।
মিশন রোডের বাসিন্দা সঙ্গীতা পাল পুলিশকে জানান, শনিবার সন্ধ্যায় তার স্বামী অরূপ করের উপর পুজোর ঘণ্টা দিয়ে ক্রমাগতই হামলা চালায় ভাসুর প্রদীপ কর। সেই আঘাতে তার স্বামী রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় এলাকার মানুষজন ছুটে আসেন। এলাকাবাসীদের সহযোগিতায় জখম অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, বিগত এক বছর ধরে তার ভাসুর নানান কারণে তাদের উপর অত্যাচার চালাচ্ছিলেন।
ভাতৃবধুর অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment