নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
নিজের বাড়ি থেকে উদ্ধার হলো এক বধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য রঘুনাথপুর পুর শহরের ৪ নম্বর ওয়ার্ডে। মৃতার নাম কবিতা ধীবর (৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই বধূকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান প্রাণ নেই তাঁর শরীরে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment