insta logo
Loading ...
×

বিষ খাইয়ে বধূ খুন ! ধৃত স্বামী

বিষ খাইয়ে বধূ খুন ! ধৃত স্বামী

নিজস্ব প্রতিনিধি , সাঁওতালডি:

বিষ খাইয়ে বধূকে খুন। এমন অভিযোগ স্বামী। গ্রেফতার। ধৃতের নাম উজ্জ্বল তন্তুবায়। সে পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার ইছর গ্রামের বাসিন্দা।
মেয়েকে খুন কর হয়েছে এই দাবি করে রঘুনাথপুর থানার বামররা গ্রামের বাসিন্দা প্রভাস তন্তুবায় শনিবার মৃতার স্বামী,শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে সাঁওতালডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান প্রায় সাড়ে ছ বছর আগে উজ্জ্বল এর সঙ্গে সোনালির বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। মৃতার পিতার অভিযোগ, মেয়ের জন্ম দেওয়ার পর থেকেই সোনালির উপর তার স্বামী সহ বাকিরা অত্যাচার শুরু করে। বাপের বাড়ি থেকে দু লাখ টাকা নিয়ে আরতে সোনালিকে তারা চাপ দিতে থাকে বলে অভিযোগ। টাকা না আনলে কীটনাশক খাইয়ে মেরে ফেলবে এমন হুমকিও দিয়েছিল তারা। আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল বলে আক্ষেপ করছেন প্রভাস বাবু। তিনি জানিয়েছেন বুধবার সকালে তিনি খবর পান যে তার মেয়ে অসুস্থ। ইছর গ্রামে মেয়ের শ্বশুর বাড়িতে এসে জানতে পারেন তার মেয়ে মারা গিয়েছে। প্রভাস বাবুর অভিযোগ, অভিযুক্তরা পরিকল্পিত ভাবে মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে। পুলিশ জানিয়েছে শনিবার অভিযোগ পাওয়ার পরেই মামলা রুজু করে রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। রবিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৪ দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতকে হেফাজতে নিয়ে সাঁওতালডি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Post Comment