নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
ফের মদ কাণ্ড নিতুড়িয়ায়। তবে এবার আর নকল বিদেশি মদ নয়। বেআইনি ভাবে চোলাই মজুদ করে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার পুলিশ। ধৃতের নাম গনেশ কুম্ভকার। নিতুড়িয়া থানার ভাঘারডাঙা এলাকায় তার বাড়ি। পুলিশ জানিয়েছে সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে দুটি জেরি ক্যান ভর্তি ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Post Comment