insta logo
Loading ...

পুকুরে বালকের দেহ

পুকুরে বালকের দেহ

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

জলে ডুবে মারা গেল এক বালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পুরুলিয়ার পুঞ্চা থানার পারবাইদ গ্রামে। মৃতের নাম অঙ্কিত সিং সর্দার (৫)। পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকেলে বাড়ির বাইরে খেলতে গেয়েছিল সে। তারপরে আর খোঁজ মেলেনি তার। গ্রাম জুড়ে শুরু হয় বালকের খোঁজ। গ্রামে আসে পুলিশ। এদিন রাতে বাড়ির অদূরে একটি ডোবায় ওই বালকের চটি ভাসতে দেখে সন্দেহ জাগে পরিবারের। ডোবার জলে নেমে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় দেহটি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে পুঞ্চা থানায়।

Post Comment