insta logo
Loading ...
×

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মানবাজারে ধৃত প্রেমিক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মানবাজারে ধৃত প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। পরে বিয়েতে অস্বীকার। প্রেমিকার অভিযোগে গ্রেফতার প্রেমিক।ধৃতের নাম শাবির আনসারী। তার বাড়ি বরাবাজার থানার খাওয়াসডি গ্রামে। বছর চারেক ধরে তাদের প্রেমের সম্পর্ক। বেশ কয়েকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে তারা। যুবতীর অভিযোগ, সম্প্রতি বিয়ের কথা বলাতে তা অস্বীকার করে ওই যুবক। যুবতীর অভিযোগক্রমে শুক্রবার তাকে গ্রেফতার করে মানবাজার থানার পুলিশ। শনিবার নির্যাতিতা বছর বাইশের যুবতীর শারীরিক পরীক্ষা হয়। এদিনই পুরুলিয়া জেলা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেন তিনি। অন্যদিকে অভিযুক্ত যুবককে আজ শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নং ধারায় ওই যুবকের ১৪ দিনের জেল কারাবাসের নির্দেশ দেয় পুরুলিয়া জেলা আদালত।

Post Comment