insta logo
Loading ...
×

বাতাসার মিষ্টতায় শীতল জল পুলিশের

বাতাসার মিষ্টতায় শীতল জল পুলিশের

নিজস্ব প্রতিনিধি, বোরো

বাতাসা, ছোলা আর জল। গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন গলা শুকিয়ে কাঠ, তখন জলের শীতলতায় গলা জুড়ানোর ব্যবস্থা করে দিল সেই পুলিশ, যাদের দেখলেই অনেকের গলা শুকিয়ে যায়।

বোরো বাসস্ট্যান্ডে জলসত্রের আয়োজন করে তৃষ্ণায় কাতর পথচারীদের পাশে দাঁড়াল পুলিশ। জানা গেছে গ্রীষ্মকাল জুড়ে চলবে এই জলসত্র।

শনিবার উদ্বোধনে উপস্থিত ছিলেন মানবাজারের এসডিপিও বরুণ বৈদ্য, বোরো থানার ওসি স্নেহাশিস মন্ডল প্রমুখ।

Post Comment