insta logo
Loading ...
×

বোরোয় পুলিশের জালে এবার জাল লটারি সরবরাহকারী।

বোরোয় পুলিশের জালে এবার জাল লটারি সরবরাহকারী।

নিজস্ব প্রতিনিধি, বোরো:

জাল লটারি চক্রে বিক্রেতা ধৃত হয়েছিল আগেই। এবার সরবরাহকারী পুরুলিয়ার বোরো থানার পুলিশ ধরে ফেলল। ধৃতের নাম ক্ষীরোদ হালদার। বোরো থানার বড়গড়িয়া গ্রামে তার বাড়ি।
গত ১৫ এপ্রিল গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে এই থানারই বড়গড়িয়া গ্রামের বাসিন্দা আমল মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর জাল লটারি। নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মেলে ক্ষীরোদের নাম।
বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।

Post Comment