নিজস্ব প্রতিনিধি, বোরো
ফের টানা ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। প্রভাব পড়ছে জেলা পুরুলিয়ায়। প্রবল বর্ষণের জেরে ঘটলো বিপত্তি। দেওয়াল চাপা পড়ে জখম হলেন পরিবারের মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার বারী গ্রামে। এই ঘটনায় জখম হয়েছেন ভারতী মাহাতো ও তার মেয়ে অপর্ণা মাহাতো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির দাপটে এদিন দুপুরে হঠাৎ করে একটি এডভেস্টারের ছাউনি দেয়া কাঁচা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যার ফলে বাড়িতে ওই দুজন চাপা পড়ে যান। ঘটনার পরেই তড়িঘড়িউদ্ধার কাজ চালান স্থানীয় মানুষজন সহ সিভিক ভলেন্টিয়াররা। জখম ওই দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানবাজার ২ ব্লকের বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসারত চলছে ।
সপ্তাহ খানেক আগে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি নামে। তার পর সামান্য সস্তি মিলতে না মিলতেই ফের শুরু হয়েছে দুর্যোগ। জেলার বেশিরভাগ জলাশয় গুলি জলে পরিপূর্ণ। আর তাতেই বিপত্তি ঘটছে একের পর এক। এই বৃষ্টির প্রভাবে কাঁচা বাড়ি ভেঙে পড়ছে প্রায়শই। আপাতত আরও কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলায় এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
Post Comment