বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
বিয়ে বাড়ির বক্স বাজানোকে কেন্দ্র করে শুরু হয়েছিল বচসা। শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ এলাকার মানুষদের। শনিবার গভীর রাতের সেই উত্তপ্ত পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই রবিবার ফের রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের টাটাড়ি গ্রাম।

রবিবার সকালে গ্রামের বাসিন্দা শেখ সানজারুল মোটর বাইকে করে দ্রুত গতিতে যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটি শিশু শেখ সামিরকে তার বাইক ধাক্কা মারে। নিজেই গাড়ি থেকে পড়ে যান তিনি। এরপরই শুরু হয় বচসা। গ্রামের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে ইট বৃষ্টি শুরু করে একে অপরের ওপর।

চলে বোমাবাজি। গ্রামের বহু বাড়ির দরজা জানলা ভেঙে দেওয়া হয়। আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় অনেককে। গ্রামের এক ব্যবসায়ী শেখ মমিনের দোকান লুঠ করা হয়। লক্ষাধিক টাকার জিনিস নষ্ট করা হয় বলে অভিযোগ করেন সেই ব্যবসায়ী। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা।

ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মফস্বল থানার পুলিশ। পরিস্থিতি আরো বেগতিক হওয়ায় এই দিন দুপুর নাগাদ ঘটনাস্থলে আসেন মফস্বল থানার আইসি অশোকতরু মুখার্জি। আসে বিরাট পুলিশ বাহিনী ও কিউআরটি টিম। গোটা এলাকায় চলে পুলিশের রুট মার্চ। এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Post Comment