অমরেশ দত্ত, বান্দোয়ান:
বোলেরো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। শুক্রবার পথ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান শহর লাগোয়া কুচিয়া অর্জুনবাঁধ সংলগ্ন এলাকায়। বান্দোয়ান থেকে কুচিয়ার দিকে যাওয়া একটি বোলারো গাড়ি ও অন্যদিক থেকে আসা বাইকের ধাক্কায় বাইকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয় বোলেরো গাড়িটিরও। শিবপ্রসাদ গঁরাই(৫৮) নামে বাইক আরোহী গুরুতর আহত হন। তার বাড়ি বান্দোয়ানের লতাপাড়া গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। আহত বাইক আরোহীকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
Post Comment