insta logo
Loading ...

সাহেব বাঁধে শিশুর দেহ, চাঞ্চল্য

সাহেব বাঁধে শিশুর দেহ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

নিখোঁজ ছিলো বালক। একদিন পর পুকুর থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। চাঞ্চল্য ছড়াল পাড়া থানার আনাড়া এলাকায়। মৃতের নাম সুপ্রভাত রায় (৮)। আসানসোল এলাকায় তার বাড়ি। বাবার কর্মসূত্রে আনাড়া ওল্ড কলোনিতে থাকত তারা।
পরিবার সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো সোমবার বিকেলে খেলতে বেরিয়েছিল সুপ্রভাত। বিকেলে ঝড় – বৃষ্টির পরেও বাড়ি ফেরেনি দেখে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে। জানানো হয় আনাড়া ফাঁড়িতে। ভোর রাত পর্যন্ত চলে তল্লাশি। নববর্ষের ভোর থেকে ফের খোঁজ শুরু হয়। পরে দেখা যায় আনাড়া সাহেব বাঁধের জলে ভাসছে দেহ।দেহটি উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Post Comment