insta logo
Loading ...
×

ধানক্ষেত থেকে দেহ উদ্ধার, বরাবাজারের গ্রামে চাঞ্চল্য

ধানক্ষেত থেকে দেহ উদ্ধার, বরাবাজারের গ্রামে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

ধানক্ষেত থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে বরাবাজারের শাঁখারী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে ধানের ক্ষেতে দেহটি পড়ে আছে। মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়।

ঘটনার খবর পৌঁছাতেই বরাবাজার থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিক তদন্তের স্বার্থে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদেহটি কীভাবে ধানক্ষেতে এল, এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে—তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment