নিজস্ব প্রতিনিধি, পাড়া:
স্থানীয় ক্লাব ঘর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। চাঞ্চল্য পুরুলিয়ার পাড়া থানার ইটাকোটা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম রবি রায় (২৩)। রবিবার দুপুরে গ্রামের একটি ক্লাবে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। তখন রবি সেখানে পৌঁছায়। জরুরী কাজ আছে বলে সবাইকে ক্লাব থেকে বার করে দেয়।তারপর দীর্ঘক্ষণ কেটে গেলেও ওই যুবক বাইরে না আসায় বাকিদের সন্দেহ হয় দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা জানালা খুলে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবক ঝুলছে। দরজা ভেঙে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে পাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন যুবকের শরীরে প্রাণ নেই। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment