নিজস্ব প্রতিনিধি, আড়শা : এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। শুক্রবার রেল লাইনের মাঝখান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়া জি.আর.পি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনেশ্বর মাঝি (২৭)। বাড়ি বরাবাজার থানার পাঞ্জনবেড়া গ্রামে। শুক্রবার মধ্যরাতে দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া – চাঁন্ডিল শাখায় কাঁটাডি স্টেশনের অদূরে ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ তারা খবর দেন পুলিশে। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই যুবককে উদ্ধার করে জি আর পি থানার পুলিশ। পরিবারের দাবি , শুক্রবার ওই যুবক বাড়ি থেকে কাজে বেরিয়েছিল। তারপর কীভাবে এই ঘটনা ঘটল তা তাদের কাছেও পরিষ্কার নয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment