নিজস্ব প্রতিনিধি, আড়শা: ভিন রাজ্যে কাজ করত যুবক। বাড়ি ফিরে ডুবেছিল অবসাদে। আর সেই অবসাদই কি কেড়ে নিল যুবকের প্রাণ? গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য পুরুলিয়া জেলার আড়শা থানার ঝরিয়াডি গ্রামে। সিরকাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত যুবকের নাম মহাদেব মাহাত (২৩)। তার বাড়ি এই গ্রামেই। প্রায় দেড় মাস আগে কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসে ওই যুবক। ফেরার পর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে জানতে পেরেছে পুলিশ।
Post Comment