নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রেল লাইন থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ। পুরুলিয়া জিআরপি পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া – চন্ডিল শাখায় মঙ্গলবার সকালে বিরামডি ও নিমডি স্টেশনের মাঝে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। বছর ৪৫ এর ওই যুবকের দেহটি উদ্ধার করে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। মৃতের পরিচয় জানতে খোঁজ শুরু করেছে তারা।
Post Comment