অমরেশ দত্ত, বরাবাজার:
কুয়োয় মিলল নিখোঁজ ব্যক্তির দেহ। মৃতের নাম অক্ষয় সিং সর্দার(৩৬)। গত রবিবার বরাবাজার থানার বেড়াদা অঞ্চলের রাইডি গ্ৰামের অক্ষয় সিং সর্দারের খোঁজ পাচ্ছিলেন না বাড়ির লোকজন। তাঁরা বরাবাজার থানায় ডায়েরি করেন। সোমবার বিকাল ৫ টা নাগাদ পুলিশ অক্ষয় সিং সর্দারকে মৃত অবস্থায় গ্রামের থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত একটি কুয়ার ভিতর থেকে উদ্ধার করে। নিছক আত্মহত্যা না কি মৃত্যুর পিছনে অন্য কোন ঘটনা লুকিয়ে আছে, তা জানার জন্য মৃতদেহ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।






Post Comment