insta logo
Loading ...
×

মদের দোকানের বাইরে লাশ, পুলিশকে আক্রমণ, সাঁওতালডিহিতে ধৃত ২

মদের দোকানের বাইরে লাশ, পুলিশকে আক্রমণ, সাঁওতালডিহিতে ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি :

সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের বাইরে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বগড়া গ্রামে। মৃতদেহ তুলতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে পুলিশ। সেই ঘটনায় রাস্তা অবরোধ ও পুলিশ আক্রান্ত হওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুরুলিয়ার সাঁওতালডিহি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সঞ্জয় বাউরি ও অমর বাউরি। দু’জনের বাড়ি বগড়া গ্রামে। সোমবার তাঁদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

রবিবার সকালে বগড়া গ্রামের যুবক সুরেশ বাউরির দেহ পড়ে থাকতে দেখা যায় গ্রামের অদূরে সরকারি লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানের বাইরে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও মৃতদেহ তোলার সময় বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, বগড়া ও কাঁকি বস্তির শতাধিক বাসিন্দা সেখানে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ—মদের দোকানের ভিতর মৃত্যু হলে কর্মচারীরাই দেহটি বাইরে ফেলে রেখে যায়। সেই অভিযোগের ভিত্তিতে দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ও দোকানটি বন্ধ করার দাবি ওঠে।

অভিযোগ, বিক্ষোভকারীরা কাঁকি বস্তির রাস্তাও অবরোধ করেন। পুলিশের দাবি, বেআইনি জমায়েত সরাতে বারবার মাইকিং করা হলেও ভিড় ছত্রভঙ্গ হয়নি। এরপরই বিক্ষোভকারীরা লাঠি ও ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর চড়াও হন। এতে চারজন পুলিশ কনস্টেবল জখম হন, তাঁদের মধ্যে দু’জন মহিলা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।

এই ঘটনায় শতাধিক বিক্ষোভকারীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সাঁওতালডিহি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই জনকে। ঘটনার পর থেকেই মদের দোকানের ঝাঁপ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

Post Comment