বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:
রেললাইনে অজ্ঞাত পরিচয় আনুমানিক ২০-৩০ বছর বয়সী যুবকের দ্বিখণ্ডিত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম ও বিরামডি স্টেশনের মধ্যবর্তী এলাকায় ওই দ্বি-খন্ডিত
দেহ চোখে পড়ে ওই এলাকার মানুষজন সহ রেল কর্মীদের।
তারপরেই পুরুলিয়া জিআরপিকে খবর দেওয়া হয়। ওই খবর পেয়ে পুরুলিয়া জিআরপি কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। বিকাল সাড়ে তিনটা নাগাদ দেহটি উদ্ধার করা হয়। জিআরপির প্রাথমিক অনুমান, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় জানতে খোঁজ শুরু করেছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ।







Post Comment