insta logo
Loading ...
×

লাল গোলাপ হাতে সভাধিপতি

লাল গোলাপ হাতে সভাধিপতি

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

এ যেন মেলা বসেছে জেলা শাসক কার্যালয় চত্বরে৷ রক্তদানের মেলা। প্রতিটি রক্তদাতার হাতে লাল গোলাপ তুলে দিচ্ছেন স্বয়ং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। উপস্থিত পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি। আছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বিমলকান্ত মাহাতো।


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পুরুলিয়া জেলা শাখার ব্যাবস্থাপনায় ‘রক্তদান উৎসব’ আয়োজিত হলো পুরুলিয়া জেলা শাসকের দপ্তর প্রাঙ্গনে। বাস্তবিক এ ছিল যেন উৎসবের মেজাজে রক্তদান। জেলার বিভিন্ন ব্লক থেকে সংগঠনের সদস্যরা অংশ নিয়েছিলেন রক্তদান শিবিরে। জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জয়পুর ব্লক সম্পাদক অলীক হাজরা। সংগঠনের জেলা সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন শুধু কর্মচারীদের দাবিদাওয়া নিয়েই চিন্তাভাবনা করে না, সমাজের ভালোমন্দ নিয়েও চিন্তাভাবনা করে। আমরা সম্প্রতি জানতে পেরেছিলাম যে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে৷ তাই এই রক্তদান শিবিরের আয়োজন। ” শিবিরে ১০৩ জন রক্তদান করেন বলে জানিয়েছেন সুপ্রিয় বাবু।

Post Comment