নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া জেলাজুড়ে রক্তসংকট ক্রমেই গভীরতর আকার ধারণ করেছে। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি—দুটি সরকারি ব্লাড ব্যাংকই কার্যত রক্তশূন্য। জেলাবাসী তো বটেই, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার বহু রোগীও পুরুলিয়ার ব্লাড ব্যাংকের উপর নির্ভরশীল। ফলে রক্ত না পাওয়ায় প্রতিদিন বহু রোগী মারাত্মক সমস্যায় পড়ছেন।
এক প্রসূতির স্বামী মকর পাহাড়িয়া জানান, “রক্ত না থাকায় চিকিৎসা বারবার আটকে যাচ্ছে। আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জেলায় রক্তদান শিবির প্রায় বন্ধ। সেই কারণেই পরিস্থিতি এত ঘোরালো হয়েছে। থ্যালাসেমিয়া রোগী ও গর্ভবতী মায়েদের জন্য কোনওভাবে রক্ত জোগাড় করা গেলেও অন্যান্য রোগীদের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই রোগীকে রক্তের বদলে রক্ত দিতে হচ্ছে বলে জানিয়েছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডাঃ দেবদ্বীপ মুখার্জী।
তিনি বলেন, “রক্ত না থাকায় চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিয়মিত রক্তদান শিবির না হলে সংকট আরও বাড়বে।”
রক্তশূন্যতার এই পরিস্থিতিকে অনেকেই শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সাধারণ মানুষের জীবনে এক মারাত্মক সংকট হিসেবে দেখছেন। প্রতিদিন বহু রোগীর অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসা থমকে যাচ্ছে শুধু রক্তের অভাবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।










Post Comment