insta logo
Loading ...
×

জেলা শাসকের স্নেহের পরশে উদ্ভাসিত দৃষ্টিহীন পড়ুয়ারা

জেলা শাসকের স্নেহের পরশে উদ্ভাসিত দৃষ্টিহীন পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

যাদের চোখে আলো দেননি ঈশ্বর, কীভাবে খুঁজে নিচ্ছে তারা জীবনের পথ? ব্রেইলেই পথ খুঁজে নেয় ছোট ছোট হাত। সেই শিক্ষালাভের দৃশ্য চোখের সামনে দেখে যেন বাকরুদ্ধ পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর। বুধবার তিনি পরিদর্শনে যান পুরুলিয়া ২ নং ব্লকের মানভূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষায়তনে।

সেখানে পৌঁছে দৃষ্টিহীন পড়ুয়াদের অভ্যর্থনায় থমকে যান তিনি। ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল সম্ভাষণ, নিপুণ ব্রেইল পাঠ—সব মিলিয়ে মুহূর্তে মন জিতে নেয় প্রশাসনিক কর্তাদের। জেলাশাসকও স্নেহের পরশে কথা বলেন এক এক জনের সঙ্গে। খোঁজ নেন তাদের দৈনন্দিন সমস্যা, পড়াশোনার অসুবিধে, আবাসনের প্রয়োজনীয়তা।

পরে পড়ুয়াদের হাতে শীতবস্ত্র, কেক ও চকোলেট তুলে দেন জেলাশাসক। ঘুরে দেখেন ক্লাসরুম, আবাসন এবং প্রশিক্ষণ কেন্দ্রের পরিকাঠামো। কী উন্নয়ন প্রয়োজন, সে নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

এদিন তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ পাল, পুরুলিয়া ২ নং ব্লকের বিডিও বাপি ধর, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক বাসুদেব মণ্ডল এবং পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ স্মরজিৎ মাহাতো।

Post Comment