insta logo
Loading ...
×

আবাস ইস্যুতে আন্দোলনে নামল বিজেপি

আবাস ইস্যুতে আন্দোলনে নামল বিজেপি

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

আবাস ইস্যুতে আন্দোলনে নামল বিজেপি। যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করতে হবে আবাস প্রাপকদের তালিকায়। করতে হবে পুনরায় সার্ভে। কৃষকদের মিনিকিট বিতরণে রাখতে হবে নিরপেক্ষতা। এমন ৭ দফা দাবি নিয়ে বরাবাজার বিডিওর দফতরে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। ডেপুটেশনের আগে বিজেপি বরাবাজার জুড়ে মিছিল করে। তারপর জমায়েত হয় ব্লক চত্বরে। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
ভারতীয় জনতা পার্টির অভিযোগ আবাস যোজনাতে দুর্নীতি হয়েছে এলাকায়। গরিব মানুষদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাঁরা তৃণমূলের সমর্থক বেছে বেছে সেই লোকদেরই নাম রাখা হয়েছে আবাস যোজনার তালিকায়। বিজেপির দাবি, পুনরায় সার্ভে করে আবাস যোজনার তালিকা সঠিকভাবে প্রস্তুত করতে হবে। সরকারি প্রকল্পের সুযোগ যাতে প্রকৃত গরিব মানুষরা পায় তার ব্যবস্থা করতে হবে। যদি তা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে ভারতীয় জনতা পার্টি।

Post Comment