অমরেশ দত্ত, মানবাজার:
রাজ্যজুড়ে চলছে হিন্দুদের উপর অত্যাচার। এমন অভিযোগ তুলে ও চাকরিহারা শিক্ষকদের অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল মানবাজারে। বুধবার বিকেলে মানবাজার ইন্দকুড়ি হনুমান মন্দির থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মানবাজার পোস্ট অফিস মোড়ে শেষ হয় মিছিলটি।এদিন মিছিলে পা মেলান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জি, ময়না মুর্মু, প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা, মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার সহ অন্যান্য নেতা কর্মীরা।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলা জুড়ে জেহাদিরা হিন্দুদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে তাতে সমর্থন করছেন। হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস শহীদ হয়েছিলেন। একমাত্র কারণ ছিল তারা হিন্দু। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজ সারা রাজ্য জুড়ে আমরা হিন্দু শহীদ দিবস পালন করছি। আজ মানবাজারে আমরা হিন্দু শহীদ দিবস পালন করলাম। পাশাপাশি হিন্দুদের উপর অত্যাচার ও শিক্ষকদের উপর অত্যাচারের প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল।”
Post Comment