insta logo
Loading ...
×

বিজেপির জেলা সভাপতি বদল

বিজেপির জেলা সভাপতি বদল

সুজয় দত্ত, পুরুলিয়া :

রদবদল জেলা বিজেপিতে। বিবেক রাঙ্গার পরিবর্তে পুরুলিয়া জেলা বিজেপির নতুন সভাপতি হলেন শঙ্কর মাহাতো।

বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা থানার পুস্তি গ্রামে শঙ্কর মাহাতোর বাড়ি। উল্লেখ্য পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও এই গ্রামের বাসিন্দা। বিজেপির বহু পুরনো সৈনিক হিসেবে পরিচিত শঙ্কর বাবু।

১৯৯৮ সালে তৎকালীন ঝালদা বিধানসভার ১০৫ নং বুথ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই বছরই এই বুথে বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন গ্রাম পঞ্চায়েত ভোটে। হয়েছেন অঞ্চল সভাপতি, মণ্ডল যুব মোর্চার সভাপতি, মণ্ডল সভাপতি, বিধানসভার আহ্বায়ক। একেবারে ধাপে ধাপে উঠে বিজেপি দলে জেলার শীর্ষ নেতার পদে আসীন হলেন শঙ্কর মাহাতো।

সমাজ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী জেলা সভাপতি বিবেক রাঙ্গা, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা।

শঙ্কর বাবু বলেন, দল দায়িত্ব দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে জেলার বুকে ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করার দায়িত্ব বর্তেছে। সাধ্যমতো পালন করার চেষ্টা করব।

Post Comment