insta logo
Loading ...

৯ দফা দাবিতে ভূমি দফতরে বিজেপির ডেপুটেশন

৯ দফা দাবিতে ভূমি দফতরে বিজেপির ডেপুটেশন

অমরেশ দত্ত, মানবাজার:

৯ দফা দাবিতে মানবাজার ভূমি ও ভূমি সংস্কার দফতরে স্মারকলিপি জমা দিল ভারতীয় জনতা পার্টি।মঙ্গলবার মূলত বালির দাম নিয়ন্ত্রণ, নদী থেকে মেশিনে করে বালি তোলা বন্ধ,ঘাটগুলির সীমানা সুনিশ্চিত করা, মানবাজার মৌজার ম্যাপ তৈরি করা ,জমি মিউটেশনের নামে হয়রানি বন্ধ করা সহ নয় দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হল। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সেক্রেটারি ময়না মুর্মু ও মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অনুপস্থিত থাকায় রেভিনিউ অফিসারের কাছে স্মারকলিপি দেন বিজেপি নেতৃত্ব। রেভিনিউ অফিসার বিশ্বজিৎ বাউরী জানান বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Post Comment