insta logo
Loading ...
×

শ্বশুর হয়েছে বাপ! এসআইআর ম্যাপিং নিয়ে কমিশনে বিজেপি

শ্বশুর হয়েছে বাপ! এসআইআর ম্যাপিং নিয়ে কমিশনে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়ায় ভোটার তালিকা সংশোধনে বিশেষ সর্বদলীয় বৈঠক। জেলার মোট ২৪ লাখ ২১ হাজার ৪৪২ ভোটারের মধ্যে নাম বাদ যেতে পারে ১ লাখ ৬১ হাজার ৯১৫ জনের। এর মধ্যে মৃত ভোটার ৮২,২১০, স্থায়ীভাবে সরে যাওয়া ৫৯,৮১৬ এবং অন্যত্র নাম থাকা ৪,৪২৬।

এই পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দেবীপ্রসাদ করণম বুধবার জেলা প্রশাসনিক ভবনে সর্বদলীয় বৈঠক করেন। কমিশন জানায়, সঠিক ভোটারের নাম কোনওভাবেই বাদ যাবে না।

বিজেপির অভিযোগ, জেলার ৬১,৬০৪ ফ্রোজেন ভোটারের ম্যাপিং-এ গরমিল রয়েছে। বহু ক্ষেত্রে শ্বশুরকে বাবা বলে দেখানো হয়েছে বলে দাবি তাদের। বংশপরম্পরায় ভারতীয় হয়েও যাঁদের নথি নেই, তাঁদের নাম তোলার প্রক্রিয়ায় যেন কারচুপি না হয়, সেই দাবিও তোলে দলটি।

কমিশন আরও জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল এবং যাঁরা এখন ৬০ বছরের, তাঁদের ফিজিক্যাল স্পট ভেরিফিকেশন করা হবে।

জেলায় বুধবার সকাল পর্যন্ত তথ্য আপলোড হয়েছে ৯১.৯২ শতাংশ (২২,২৫,৮২৪ ফর্ম)। আপলোড বাকি ৩৩,৭০৩। ফর্ম সংগ্রহে ব্যর্থ হয়েছেন ২৮৫ জন এনুমারেটর—সবচেয়ে বেশি কাশিপুরে ১০৪।

তৃণমূলের সুষেণচন্দ্র মাঝি জানান, সঠিক ভোটার যেন বাদ না যায়। বিজেপির সৌরভ সিনহা বলেন, ফ্রোজেন ভোটার ও নথিহীন নাগরিকদের বিষয়ে গরমিল খতিয়ে দেখা প্রয়োজন।

Post Comment