নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
তরমুজ বোঝাই পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত বাইক চালক। মৃতের নাম বিদ্যাধর কর্মকার (৩১)। মানবাজারের চাপাতি গ্রামে তার বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পুরুলিয়া – মানবাজার সড়ক ধরে বাইক নিয়ে মানবাজারের দিকে যাচ্ছিলেন তিনি। কেন্দা থানার পুনুড়া মোড়ের কাছে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি তরমুজ বোঝাই পিক আপ ভ্যান তাকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। জখম যুবককে উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয় মানুষজন। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করেছে টামনা থানার পুলিশ। টামনা থানা রুজু করেছে অস্বাভাবিক মৃত্যুর মামলা।









Post Comment