নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
বিয়ের প্রায় ১৬ বছর পর স্ত্রী হয়েছেন সন্তান সম্ভবা। স্ত্রী মঞ্জু মণ্ডলকে বাইকে চাপিয়ে তালাজুড়ি মোড়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন কাশিপুর থানার সোনাথলী অঞ্চলের রঘুনাথপুর গ্রামের নির্মল মণ্ডল। ডাম্পারের দ্রুত গতি কেড়ে নিল তার প্রাণ। আহত মৃতের গর্ভবতী স্ত্রীও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার পুরুলিয়া জেলার কাশিপুর থানার পাহাড়পুর এলাকায়।অভিযোগ, রাস্তা পারাপারের সময় একটি ডাম্পার আসতে দেখে ওই বাইক আরোহী রাস্তার এক পাশে দাঁড়িয়ে যান। তবুও বেপরোয়া গতিতে ডাম্পারটি ওই মোটর বাইকটিকে ধাক্কা মারে। রক্তাক্ত দম্পতিকে কাশিপুর থানার কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নির্মল মণ্ডলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে জখম গর্ভবতী মঞ্জু মণ্ডলকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে স্থানীয় একটি পাথরের ক্রেশারে হামলা চালান। প্রায় ১০ টি লরিতে ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি লরিতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। নতুন করে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। থমথমে পরিস্থিতি পাহাড়পুর এলাকায়।
Post Comment