নিজস্ব প্রতিনিধি, পাড়া :
দোলের দিনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। মৃতের নাম সুবল চন্দ্র মাজী ( ৫৭)। তাঁর বাড়ি পাড়া থানার ফুলিরডি গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে এই থানারই ভাগাবাঁধ – ফুলিরডি রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে বাইক সওয়ার ওই প্রৌঢ়কে ধাক্কা মারে একটি এসিই টেম্পো।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান প্রাণ নেই ওই ব্যক্তির শরীরে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Post Comment