নিজস্ব প্রতিনিধি, ঝালদা: বাজার করতে গিয়েছিলেন। আর সেই ফাঁকে চুরি মোটর বাইক। পুরুলিয়া জেলার ঝালদার হাট বাগানে ঘটনাটি ঘটেছে। বুধবার কোটশিলা থানার চেক্যা গ্রামের বাসিন্দা গুরুপদ কুমার ঝালদা থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, সোমবার বিকেলে তিনি ঝালদা হাট বাগানে মোটর বাইক রেখে বাজার করেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইক উধাও। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।
Post Comment