insta logo
Loading ...
×

পুলিশের উপর চড়াও বাইক সওয়ারিরা!

পুলিশের উপর চড়াও বাইক সওয়ারিরা!

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :

সেফ ড্রাইভ সেভ লাইফকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাতীয় সড়কে দ্রুতগতিতে মোটরবাইক চালাচ্ছিল এক ব্যক্তি। সঙ্গে ছিল আরো দুজন। বিষয়টি পুলিশের নজরে আসতেই তাদেরকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। আর তাতেই বাধে বিপত্তি। বিধি মোতাবেক তাদের জরিমানা করলে উল্টে বাইক সওয়ারিরা পুলিশকেই মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে। তিনজনের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পড়শি রাজ্যে ঝাড়খণ্ডের সরাইকেল্লা – খরসঁওয়া জেলার নিমডি থানার আদরডি গ্রামের বাসিন্দা ভরতপাল কুমার এবং তার ভাই শরৎ কুমার।

পুলিশ সূত্রে আরো জানা যায়, গত রবিবার থেকে ঝাড়খণ্ড সীমানায় জামশেদপুর – ধানবাদ ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুরের দাঁতিয়াতে নাকা তল্লাশি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা দেখতে পান ঝাড়খণ্ডের দিক থেকে একটি মোটর বাইকে তিন জন যুবক দ্রুত গতিতে আসছে। ওই তিনজনের মধ্যে কারুর মাথায় হেলমেট নেই। ফলে ওই মোটর বাইকটিকে থামিয়ে অনলাইন জরিমানা করা হয়। পুলিশের দাবি, জরিমানার কাগজে অভিযুক্তরা সই করতে চাননি। তখনই শুরু হয় পুলিশের সঙ্গে তাদের বচসা। এরপরে আচমকাই পুলিশের উপর হামলা চালায় তারা। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও বাকি দু-জনকে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment