insta logo
Loading ...
×

বোরোতে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

বোরোতে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, বোরো: লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার নেকড়ে মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিতাই কুম্ভকার (৩৪)। বাড়ি নেকড়ে গ্রামে।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, এদিন রাতে বান্দোয়ান-ঝাড়গ্রাম রাজ্য সড়কে নেকড়ে মোড় থেকে বাইক চালিয়ে বাড়ি যাওয়ার সময় পেছন দিক থেকে একটি লরি তাকে ধাক্কা মারে। যার ফলে বাইক থেকে ছিটকে পড়ে ওই যুবক। ঘটনার খবর পাওয়ার পর বোরো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিন এই ঘটনার পর ঘাতক লরিটিকে থামিয়ে পালিয়ে যায় চালক। ফলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘটনাস্থলে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। যার ফলে বেশ কিছুক্ষণ ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামে।

Post Comment