নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পথ দুর্ঘটনায় মানবাজারে জখম হলেন তিন জন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত বিশরি পিডিজিএম হাইস্কুলের সামনে মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক ও পথচারীর সংঘর্ষে স্বপন পাল ও দুই বাইক আরোহী আহত হন। তাদেরকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসে মানবাজার থানার পুলিশ। এদের মধ্যে স্বপন পালকে উন্নতর চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।
Post Comment