নিজস্ব প্রতিনিধি, আড়শা :
পথচারীকে ধাক্কা মারল বাইক। গুরতর জখম পথচারী। দুর্ঘটনাটি ঘটেছে আড়শা থানার সেনাবনার কাছে। কোটশিলা থানার মোহনপুর গ্রামের বাইক চালক সুদেশ মুড়ার বাইক ধাক্কা মারে আড়শা থানার ঘাটবন গ্রামের বাসিন্দা পথচারী সঞ্জয় ওরাংকে। রাস্তায় ছিটকে পড়ে বছর একুশের ওই যুবক৷ রক্তে ভেসে যায় চারপাশ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।











Post Comment