insta logo
Loading ...
×

বাইকের ধাক্কা সাইকেলকে

বাইকের ধাক্কা সাইকেলকে

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

মোটরবাইকের ধাক্কা সাইকেলকে। রাস্তায় ছিটকে পড়েন উভয়েই। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার আড়শা থানার জীবনডি মোড়ের কাছে । দুর্ঘটনার জেরে কোটশিলা থানা এলাকার খইরি গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মুরলী কালিন্দী তাঁর ডান পায়ে জোর আঘাত পান। মোটরসাইকেল চালকও হাতে পায়ে আঘাত পেয়েছেন। সেসময় আড়শা থানার সান্ধ্যকালীন পেট্রোলিং গাড়ি তাঁদের উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

Post Comment