insta logo
Loading ...
×

মেলা দেখতে গিয়ে উধাও বাইক, টামনা থানার দ্বারস্থ গ্রামবাসী

মেলা দেখতে গিয়ে উধাও বাইক, টামনা থানার দ্বারস্থ গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, টামনা:

মেলা দেখতে গিয়ে বাইক খোয়ালেন এক ব্যক্তি। টামনা থানার মানাড়া গ্রামের ঘটনা। রবিবার বাইক চুরির ঘটনায়, অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন কেন্দা থানার কুড়ুকতোপা গ্রামের বাসিন্দা তথা বাইকের মালিক অর্জুন মাহাত ।

টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি পুলিশকে জানান , শনিবার দুপুরে মাঠের এক পাশে বাইক রেখে মেলা দেখছিলেন তিনি। বিকালে বাড়ি ফেরার জন্য বাইক নিতে গিয়ে দেখেন মোটরবাইকটি যথাস্থানে নেই । পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Post Comment