নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
একেবারে হিন্দি সিনেমার ধাঁচে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পে ডাকাতি। ১ সেপ্টেম্বর সোমবার পুলিশ দিবসের আগের রাতে রবিবার পুরুলিয়া-জামশেদপুর
১৮ নম্বর জাতীয় সড়কের পাশে পুরুলিয়ার বলরামপুর থানার মালতি গ্রামে এই হাড় হিম ঘটনা ঘটে যায়।

ফি দিনের মতোই ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন তিন জন কর্মী। রবিবার রাত তখন ৯ টা ১৫ মিনিট। দুটি সুপার বাইক নিয়ে ৫ যুবক ওই পেট্রোল পাম্পে আসে। একটি বাইকে দু’জন। আরেকটিতে তিন জন। দুই চালক ছাড়া আর কোনো আরোহীর হেলমেট ছিল না। ওই সময় একজন পাম্প কর্মী ক্যাশ কাউন্টারে ছিলেন। আর বাকি দু’জন কর্মী ছিলেন পেট্রোল পাম্পের বিক্রয় মেশিনের পাশে। বাইক দুটি এসে পাম্পে দাঁড়াতেই পাম্পের ওই দুই কর্মী ভাবেন গ্রাহকরা তেল ভরার জন্য এসেছেন। কিন্তু নিমেষে সমস্ত কিছু বদলে যায়। বাইক থেকে তিনজন নেমেই একেবারে ৭ এমএম পিস্তল বের করে দুই কর্মীকে দু’হাত তুলে ক্যাশ কাউন্টারে নিয়ে যায়। তার পর সেখানে গান পয়েন্টে রেখে ১ মিনিটের মধ্যে লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দেয় ওই ডাকাত দল। এই অপারেশন ওই পাম্পের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

ভিডিও ফুটেজে দু’জন দুষ্কৃতীকে হাতে পিস্তল নিয়ে দেখা গিয়েছে। তারা দু’জনই রেনকোর্ট ও মুখে মাস্ক পড়েছিল। একজন হলুদ গামছা নিয়ে মুখ ঢেকে রাখে।
তার পিঠে ছিল ব্যাগ। ওই দুষ্কৃতী ক্যাশ কাউন্টারে থেকে সমস্ত টাকা ব্যাগে ভরে নিয়ে যায়। ডাকাতির সময় পাম্প কর্মী সোনু সিং বাধা দিলে তাকে মারধরও করে ওই ডাকাতরা। ঘটনার পর জখম ওই পাম্প কর্মীকে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পাওয়ার পর জেলা জুড়ে পুলিশের নাকা তল্লাশি শুরু হয়। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বলরামপুর থানার পুলিশ। তবে দুষ্কৃতীদের দুটি বাইক নম্বরপ্লেট বিহীন বলে পুলিশ জানতে পেরেছে। পাম্প কর্মীদের অনুমান, অপরাধের পর তারা জাতীয় সড়ক ধরে ঝাড়খণ্ডের নিমডির দিকে চলে যায়। তবে এই ঘটনার পর এলাকার মানুষজন নানান প্রশ্ন তুলেছেন। কারণ ঘটনাস্থল থেকে কয়েক কিমি দূরেই বলরামপুর থানার দাঁতিয়া আন্ত:রাজ্য নাকা তল্লাশি কেন্দ্র। সেখানে অত্যাধুনিক সিসি ক্যামেরা থাকার পাশাপশি ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকে। তারপরেও কিভাবে ওই ডাকাতরা অপরাধ করে ওই পথ ধরেই পালিয়ে গেল? পুলিশ ইতিমধ্যেই ওই পাম্প ছাড়া ওই পথে থাকা আরও একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তদন্তকারীরা অপরাধীদের ধরতে তাদের আসা-যাওয়া-র রাস্তা জানার চেষ্টা চালাচ্ছে।










Post Comment