নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বন্ধ থাকবে ভাটবাঁধ রোড। ভাটবাঁধ থেকে পাতকুম হাউস সব গাড়ি চলাচল বন্ধ থাকবে ১০ ডিসেম্বর থেকে। পুরুলিয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা উইলকক্স রোডের সমস্ত যানবাহন চালানো হবে শিমুলিয়া – চাকড়া নতুন নির্মীত বাইপাস দিয়ে। প্রশাসন সূত্রে জানা গেছে এমন তথ্যই। জাইকা প্রজেক্টের জলের পাইপলাইনের কাজের জন্য ভাটবাঁধ থেকে পাতকুম হাউস সব গাড়ি চলাচল বন্ধ থাকবে। জাইকা পুরুলিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ জলপ্রকল্প।

জাপানি সংস্থা জাইকা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় জঙ্গলমহলের রুখামাটিয়ে ৩২ লাখ মানুষের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই প্রকল্পে অর্থ সাহায্যের একটা বড় অংশই আসছে জাপানি সংস্থা জাইকা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির কাছ থেকে।
ঊষর পুরুলিয়ার রুখামাটিতে পানীয় জল পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কাছে একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ । পুরুলিয়া শহরের একটা বড় অংশে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া গেলেও বাদ থেকে গেছে গ্রামীণ অংশ। বর্ষা বাদ দিলে বেশিরভাগ সময়ই পুরুলিয়ার মানুষকে জল সংকটে ভুগতে হয়। এইসব এলাকায় স্বচ্ছ পানীয় জল এক বড় অংশের সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছে জাইকা প্রজেক্ট। আর সেই কাজের জন্যই আপাতত বন্ধ রাখা হচ্ছে শহরের উইলকক্স রোড।
Post Comment