insta logo
Loading ...
×

ভোটের আগে পুরুলিয়া জুড়ে ২৩১ কোটি টাকায় ৫০২ কিমি রাস্তা

ভোটের আগে পুরুলিয়া জুড়ে ২৩১ কোটি টাকায় ৫০২ কিমি রাস্তা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বিধানসভা ভোটের আগে পথশ্রী– রাস্তাশ্রী ৪ প্রকল্পে জঙ্গলমহল পুরুলিয়ায় শুরু হল ২০৬টি রাস্তা নির্মাণের কাজ। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করার পরই জেলার ২০টি ব্লক ও তিন পুরসভায় একযোগে শিলান্যাস হলো রাস্তাগুলির। জেলায় মোট ৫০২.১০ কিমি রাস্তা তৈরিতে বরাদ্দ ২৩০ কোটি ৫১ লাখ টাকা। সবচেয়ে বড় দায়িত্বে ম্যাকিনটশ বার্ন লিমিটেড, তারা করবে ১৩০টি রাস্তা। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও ডব্লিউবিএসআরডিএ মিলিয়ে বাকি রাস্তার কাজ হবে।

কাশিপুর ও আড়শায় রয়েছে সবচেয়ে বেশি রাস্তা নির্মাণের প্রকল্প। জেলা শাসক কোন্থাম সুধীর বলেন, “প্রশাসন আগেই নির্দেশ দিয়েছে—মান নিয়ে কোনও ছাড় নয়। ” এদিন মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর ময়দানে। সেখানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলাশাসক কোন্থাম সুধীর,
পুলিশ সুপার বৈভব তেওয়ারি, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। মানবাজার ১ নম্বর ব্লকে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু।

Post Comment