insta logo
Loading ...
×

মৌমাছির আক্রমণে বিধ্বস্ত প্রাথমিক বিদ্যালয়

মৌমাছির আক্রমণে বিধ্বস্ত প্রাথমিক বিদ্যালয়

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

মৌমাছির আক্রমণে বিধ্বস্ত প্রাথমিক বিদ্যালয়। আক্রান্ত খোদ প্রধান শিক্ষকা সহ বেশ কয়েকজন পড়ুয়া। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বলরামপুর ব্লকের বড়উরমা প্রাথমিক বিদ্যালয়ে। মৌসম ভবন পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আদেশ দিয়েছিল বৃহস্পতি, শুক্র ও শনিবার হবে মর্নিং স্কুল। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকালে স্কুলে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই হঠাৎ এক দল মৌমাছি প্রধান শিক্ষিকা সহ কয়েকজন ছাত্রছাত্রীকে আক্রমণ করে। আক্রমণে প্রধান শিক্ষিকা সহ ৭ জন ছাত্র ছাত্রীর শরীরে চুলকানি, ফোলাভাব এবং তীব্র জ্বালাপোড়া শুরু হয়ে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্ণল পাল বলেন, “আমরা স্কুল খুলে ভিতরে ঢুকছিলাম। ঠিক তখনই মৌমাছির দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি খুবই আতঙ্কজনক হয়ে উঠেছিল।”

ঘটনার গুরুত্ব বুঝে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক তৎক্ষণাৎ একটি চারচাকা গাড়ির মাধ্যমে আক্রান্তদের বলরামপুরের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সকলে স্থিতিশীল রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বিদ্যালয় চত্বরে পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের তরফে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

Post Comment